parbattanews

‘মহা-বিপর্যয়ের’ মুখোমুখি,মিয়ানমারের ক্যাম্পগুলো

ফাইল ছবি

মিয়ানমারে ঘরবাড়িছাড়া হাজার হাজার মানুষ কোভিড-১৯ এ আক্রান্ত হওয়ার মারাত্মক ঝুঁকির মধ্যে রয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের যুদ্ধ বন্ধের আহ্বানের মধ্যে এই সতর্কবার্তা জানালো একটি অধিকার গ্রুপ।

মিয়ানমারে এ পর্যন্ত ১৬ জন রোগি চিহ্নিত হয়েছে এবং একজন সেখানে মারা গেছে।

হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, উপচে পড়া ক্যাম্পগুলোতে প্রায় সাড়ে তিন লাখ মানুষ রয়েছে, যেখানে কোভিড-১৯ ছড়িয়ে পড়ার মারাত্মক ঝুঁকি রয়েছে।তবে বিশেষজ্ঞরা বলছেন, পরীক্ষা স্বল্পতার কারণে সেখানকার প্রকৃত চিত্র বোঝা যাচ্ছে না।

হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া ডিরেক্টর ব্র্যাড অ্যাডামস বলেছেন, “কর্তৃপক্ষকে এটা নিশ্চিত করতে হবে যে, এই মানুষগুলো যাতে তথ্য, মানবিক সহায়তা এবং স্বাস্থ্য সেবা পায়। সেই সাথে দ্রুততার সাথে যাতে তাদেরকে পরীক্ষা করা হয় এবং যাদের লক্ষণ দেখা দেবে, তাদেরকে যাতে আলাদা রাখার ব্যবস্থা করা হয়”।

Exit mobile version