মহেশখালীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জামায়াত ইসলামী


মহেশখালী পৌরসভা দক্ষিণ পুটিবিলা দাসীমাঝি পাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়েছে ৫টি বসতবাড়ি। এ দুর্ঘটনায় আর্থিক সহযোগিতা নিয়ে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ২৭ই জুন দুপুর ১২টায় মহেশখালী উপজেলার পৌরসভার দক্ষিণ পুটিবিলা দাসি মাঝিপাড়া গ্রামে ক্ষতিগ্রস্ত ৫টি পরিবারকে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হয়েছে।
কক্সবাজার জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক আবু তাহের চৌধুরী বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি জনকল্যাণমূলক রাজনীতিক দল। এর আগেও যেকোন মানবিক বিপর্যয়ে সাধ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে জামায়াতে ইসলামী।
এরই ধারাবাহিকতায় আগুনে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারকে নগদ ৪০ হাজার টাকার আর্থিক সহযোগিতা প্রদান করা হয়। আগামীতেও এধরনের কার্যক্রম অব্যাহত থাকবে। ক্ষতিগ্রস্তদের মাঝে সহযোগিতার অর্থ সামগ্রী তুলে দেন- কক্সবাজার জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মো. জাকের হোসাইন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা জামায়াতে ইসলামীর আমীর মাষ্টার শামীম ইকবাল।
এ সময় উপস্থিত ছিলেন- মহেশখালী উপজেলা দক্ষিণ শাখা জামায়াতে ইসলামীর সেক্রেটারি হাফেজ আব্দুর রহিম, পৌরসভা জামায়াতে ইসলামীর সভাপতি কাজী মোতাহের হোসেন, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডা. এস এম ওসমান সারোয়ার, পর্যটন নগরী কক্সবাজার জেলা,
পর্যটন বিভাগের সেক্রেটারি মো. আলমগীর, মহেশখালী উপজেলা দক্ষিণ শাখার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারি মো. আলিম উদ্দিন, মহেশখালী পৌরসভার ওলামা বিভাগের সভাপতি মাওলানা কুতুব উদ্দিন, পৌরসভার শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ তারেক, শ্রমিক নেতা আব্দুল খালেক, মোঃ রাসেল প্রমুখ।