মহেশখালীতে অস্ত্রধারী আটক
মহেশখালী থানা পুলিশের এসআই লিটন চন্দ্র সিংহের নেতৃত্বে অভিযান চালিয়ে উপজেলার কালারমারছড়া আধারঘোনা সাইক্লোন সেন্টার সংলগ্ন পাকা ব্রীজের পশ্চিমে ছড়ার ভিতর থেকে আকবর হাজীর পাড়ার মৃত হাজী ফজল আহামদের ছেলে রিদুয়ান টিপুকে (৩৮) অস্ত্র ও গুলিসহ আটক করা হয়েছে। সে ৫ মামলার আসামী।
সোমবার (২৪ জুন) ভোরে তাকে আটক করা হয় বলে মহেশখালী থানা পুলিশ নিশ্চিত করেছে। তার কাছ থেকে ১টি এলজি, ২ (দুই) রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রভাষ চন্দ্র ধর জানান, গ্রেফতারকৃত আসামী রিদুয়ান টিপু (৩৮) অবৈধ অস্ত্র ও কার্তুজ নিজ দখলে রাখার অপরাধের জন্য মহেশখালী থানার মামলা নং-১৭, তারিখ ঃ ২৪/০৬/২০১৯খ্রিঃ, ধারা-১৮৭৮ সনের অস্ত্র আইনের ১৯-অ ধারায় মামলা রুজু হয়েছে।
প্রভাষ চন্দ্র ধর জানান, অস্ত্রধারী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে। আটককৃত আসামীর বিরুদ্ধে ২টি অস্ত্র মামলা, ৩টি ডাকাতি প্রস্তুত সহ সর্বমোট ৫টি মামলা রয়েছে।
এদিকে গত রবিবার রাত সাড়ে ১১টায় কুতুবজুমে তাজিয়া কাটায় পুলিশ অভিযান চালিয়ে ৫টি মানব পাচার মামলার পলাতক আসামী মোজাম্মেলকে অস্ত্রসহ আটক করা হয়।