মহেশখালীতে ইয়াবাসহ ২ জন আটক
মহেশখালী উপজেলার মাতারবাড়ী নতুন বাজার এলাকায় ইয়াবা ক্রয়, বিক্রয়ের সময় দুইজনকে আটক করেছে পুলিশ।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, বুধবার বেলা সাড়ে ১১টায় ১০০০ পিস ইয়াবাসহ তাদের আটক করা হয়। ওই ঘটনায় মহেশখালী থানার মামলা নং-১৫, তারিখ- ২০/১১/২০১৯খ্রিঃ, ধারা-২০১৮ সনের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর ১০(ক) রুজু করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামীরা মহেশখালী থানার বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ মাদক (ইয়াবা), চুরি, ডাকাতি, ছিনতাই এবং বিক্রয় করে আসছে বলে জানান সাধারণ জনগণ। তাদের ভয়ে এলাকার নিরীহ লোকজন প্রতিবাদ করার সাহস পায় না। আসামীদেরকে গ্রেফতারের সংবাদে এলাকায় লোকজন স্বস্তির নিশ্বাস ফেলে।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ, মহেশখালীতে
Facebook Comment