মহেশখালীতে উপজেলা নির্বাচনী ইস্যুতে সংর্ঘষের সময় গুলি বর্ষণ, আহত ১

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালী উপজেলার বড় মহেশখালী নতুন বাজার এলাকায় উপজেলা পরিষদ নির্বাচনী ইস্যুতে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোমবার (২৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ৯টার সময় এ সংর্ঘষের ঘটনা ঘটে।

এসময় পরাজিত উপজেলা চেয়ারম্যান প্রার্থী উপজেলা যুবলীগের আহবায়ক সাজেদুল করিমের সমর্থক বিজয়ী প্রার্থী আনারস মার্কার সর্মথকের মধ্যে বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নতুন বাজার এলাকায় উপজেলা আওয়ামী লীগের অফিস ও যুবলীগের অফিসে হামলা চালিয়ে অফিসের আসবাবপত্র ও মূল্যবান জিনিসপত্র ভেঙ্গে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

হামলা চালানোর সময় দলীয় অফিসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আনোয়ার পাশা চৌধুরী ও উপজেলা নবনির্বাচিত চেয়ারম্যান শরীফ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরীফ বাদশাহসহ সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পরে হামলার খবর পেয়ে আনোয়ার পাশা ও শরীফ বাদশাহর সমর্থকরা ঘটনাস্থলে আসলে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের মধ্যে কয়েক রাউন্ড গুলি বিনিময়ের ঘটনাও ঘটেছে। এঘটনায় আওয়ামী লীগের এক সমর্থক আহত হয়েছে।

পরে বিজিবি ও পুলিশ ঘটনার খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

তবে যুবলীগের নেতাকর্মীদের দাবি আনারস মার্কার সমর্থকরা যুবলীগের অফিসে ব্যাপক ভাংচুর চালিয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার জামিরুল ইসলাম, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছি। বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের ফল ভাল হবে না।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন