parbattanews

মহেশখালীতে উৎসব মুখর পরিবেশে বই বিতরণ

মহেশখালী প্রতিনিধি:

সারাদেশের মতো দ্বীপ উপজেলা মহেশখালীতে  উদযাপিত হয়েছে বই বিতরণ উৎসব। শিক্ষা নিয়ে গড়ব দেশ শেখ হাসিনার বাংলাদেশ এই শ্লোগানে মুখরিত ছিলো প্রতিটি স্কুল প্রাঙ্গণ।

সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টা থেকে উপজেলার প্রতিটি স্কুলে নতুন বই বিতরণ শুরু হয়। বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিযার সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক, বিশেষ অতিথি ছিলেন মহেশখালী উপজেলার নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম, পৌর মেয়র মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী। ফিসার গোলাম মাসুদ কুতুবী, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল আমিন, সাবেক উপজেলা চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, সাবেক পৌর মেয়র সরওয়ার আজম,

উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা অফিসার মোহাম্মদ শহিদুল্লাহ, একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম, ব্রজ ঘোপাল ঘোষ, মাস্টার শাহ আলম, মাস্টার হুমায়ুন কবির আজাদ, মাস্টার হেলাল উদ্দিন, গিয়াস উদ্দিন চৌধুরী, পূর্নিমা রানী দে, শাহাজাহান, মোজাম্মেল হক বাহাদুর , মিঠুন চক্রবর্তী, ছাত্রলীগ নেতা আসাদ উল্লাহ সায়েম, যুবলীগের  সাজেদুল করিম. শেখ কামাল, জিল্লুর রহমান মিন্টু, কায়ছার ছিদ্দিকী সোহেল, মীর কাসেম আলী , শাহনেওয়াজ, সাংবাদিক আবুল বশর পারভেজ, এম বশির উল্লাহসহ স্থানীয় রাজনৈতিকি নেতৃবৃন্দরা।

প্রধান অতিথি স্থানীয় সাংসদ উপস্থিত থেকে মহেশখালীর শিক্ষার্থীদের হাতে নতুন বছরের পাঠ্য বই তুলে দেন। আর কাঙ্খিত বই হাতে পেয়ে উচ্ছ্বসিত হয়ে উঠে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা। বই নিতে আসা সব ছাত্রছাত্রীর মুখে উৎসবের আমেজ বেশ লক্ষ্যণীয়।

বইয়ের মোড়কে বেলুন আর লাল ফিতা মোড়ানো নতুন বছরের বই পেয়ে খুশির আমেজে সবাই বাড়ি ফিরে যায়। উৎফুল্ল দেখা গেছে তাদের শিক্ষক ও অভিভাবকদের। বইয়ের উৎসব যেন প্রাণের উৎসবে পরিনত হয়।

দিনব্যাপী বই উৎসবে প্রথমে আদিনাথ সরকারি প্রাথমিক, ইসলামী ফাউন্ডেশন মক্তব, বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়, মহেশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, গোরকঘাটা হাই স্কুল, লিডারশিপ হাই স্কুল, প্রিজম নিম্ম মাধ্যমিক হাই স্কুল, বড় মহেশখালী বালিকা উচ্চ বিদ্যালয়, পশ্চিম ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরাঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়, জাগিরাঘোনার সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ সদরের ১৮টি স্কুলে এমপি প্রধান অতিথি থেকে বই বিতরণ সম্পন্ন করেছে।

Exit mobile version