মহেশখালীতে একাধিক হত্যা মামলার আসামিকে পুলিশকে দিল জনতা
![fec-image](https://www.parbattanews.com/wp-content/uploads/2022/08/111-6.jpg)
কক্সবাজারের মহেশখালীতে অস্ত্র, হত্যা, অপহরণ, পুলিশকে আক্রান্ত মামলাসহ মোট ১০টি মামলার এক আসামিকে আটক করে পুলিশের কাছে তুলে দিল স্থানীয় জনতা৷
বৃহস্পতিবার (১১ অগাস্ট) দুপুরে উপজেলার কালারমার ছড়ার নোনাছড়ি থেকে হোয়ানক ইউনিয়নের পুইছড়া মৃত আবুল কালামের ছেলে নুর হোসেন (৪১) কে স্থানীয় সাবেক মহিলা মেম্বার মনোয়ারা বেগমের নেতৃত্বে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে তুলে দিয়েছেন বলে জানান স্থানীয়রা।
এ বিষয়ে জানতে চাইলে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নোনছড়ি বাজার এলাকা থেকে চিহ্নিত সন্ত্রাসী নুর হোসেনকে গ্রেফতার করে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, হত্যা, অপহরণ, পুলিশকে আক্রান্ত মামলাসহ মোট ১০টি মামলা রয়েছে বলেও জানান।
ঘটনাপ্রবাহ: আসামি, জনতা, পুলিশ
Facebook Comment