parbattanews

মহেশখালীতে ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে আলোচনা সভা  

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে মুজিব নগর দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি মহেশখালী কুতুবদিয়া সাংসদ আশেক উল্লাহ রফিক  বলেন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের ইতিহাসে অনন্য এক দিন। ১৯৭১ সালের এই দিনে তত্কালীন কুষ্টিয়া জেলার মেহেরপুর মহকুমার বৈদ্যনাথতলার আম্রকাননে বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিসভা শপথ গ্রহণ করে। রচিত হয় স্বাধীন বাংলাদেশের নতুন ইতিহাস।

১৯৭১ সালের ২৬ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ঘোষণা করেন। এর তিন সপ্তাহ পর বৈদ্যনাথতলা নামে পরিচিত ওই বিশাল আমবাগান এলাকাকেই পরে ‘মুজিবনগর’ নাম দিয়ে বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঘোষণা করা হয়েছিল। বাংলাদেশকে পাক হানাদার বাহিনীর দখলমুক্ত করতে মুজিবনগর সরকারের নেতৃত্বেই পরিচালিত হয় সশস্ত্র মুক্তিযুদ্ধ। অস্থায়ী সরকারের সফল নেতৃত্বে ৯ মাসের সশস্ত্র মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিজয়ের মধ্যদিয়ে বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে।

মঙ্গলবার বিকাল ৪টায় বাংলাদেশ আওয়ামী যুবলীগ মহেশখালী উপজেলা শাখার আয়োজনে মুক্তিযুদ্ধা কমপ্লেক্স আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের  সহ সভাপতি এম আজিজুর রহমান বিএ, মহেশখালী থানার ওসি তদন্ত এ একে এম সফিকুল আলম চৌধুরী, উপজেলা আওয়ামী লীগ নেতা মাস্টার রুহুল আমিন, মাস্টার লিয়াকত আলী, সাবেক চেয়ারম্যান শামসুল আলম, ব্রজঘোপাল,  মাস্টার এনামুল করিম, মাস্টার মাহবুব আলম, আলা উদ্দিন আলম।

উপজেলা যুবলীগের আহ্বায়ক আলহাজ্ব সাজেদুল করিমের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক এড. শেখ কামালের পরিচালনায় অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক সেলিম উল্লাহ সেলিম, যুবলীগ নেতা আজিজুল হাসান রনি, জিল্লুর রহমান মিন্টু, খোরশেদ আলম খুশি, গোলাম কিবরিয়া সিকদার, নাজের হোসেন মনজু, সাদ্দাম, শাহজাহান হাবিব, সামিদুল ইসলাম,মনির খান, আল কুদ্দুছ মাহমুদ,শাহ নেওয়াজ কামাল, শাহ নেওয়াজ হাবিব, নজরুল ইসলাম পুতু, ছাত্রলীগ নেতা মোবারেক হোসেন বারেক, কায়ছার ছিদ্দিকী সোহেলসহ আলোচনা সভায় উপজেলা যুবলীগের প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার যুবলীগের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।

Exit mobile version