মহেশখালীতে গাছ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু


মহেশখালীতে গাছ থেকে পড়ে আবুল কাশেম (২৩) নামের এক শ্রমিক নিহত হয়েছে। তিনি
উপজেলার হোয়ানক ইউনিয়নের রাজুয়ার ঘোনা গ্রামের আব্দু রাজ্জাকের ছেলে।
বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত শ্রমিক আবুল কাশেমসহ ৪/৫ জন শ্রমিক সকালে হোয়ানক টাইম বাজারের কাঠ ব্যবসায়ী মিয়া সওদাগরের গাছ কাটতে যায়। এ সময় আবুল কাশেমকে গাছের উপরে রশি বাঁধার জন্য তুলে দিলে অসাবধানতাবশত সে পড়ে গিয়ে মারাত্মক আহত হয়। তাকে প্রথমে মহেশখালী পরে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার আশঙ্কাজনক দেখে চমেক হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। চট্টগ্রাম নেয়ার পথে সন্ধ্যা ৬টায় তিনি মারা যান।
ঘটনাপ্রবাহ: মহেশখালীতে, শ্রমিকের মৃত্যু
Facebook Comment