parbattanews

মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি বিষয়ক প্রশিক্ষণ

ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মহেশখালীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি কর্মসূচি ও দক্ষতা উন্নয়ন বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আর্থিক সহায়তায় অনুষ্ঠিত হয়েছে।

বুধবার( ১২জুন ) কালারমারছড়া ইউনিয়নের সিপিপির ২দিনব্যাপী দক্ষতা ও প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জামিরুল ইসলাম, কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন্ ওসমান শরীফ, সদ্য পদোন্নতি পাওয়া শফিউল আলম সাকিব উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা মহেশখালী, আবু তাহের (বিএসসি বিএড) প্রধান শিক্ষক কালারমারছড়া উচ্চ বিদ্যালয়।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন মাহাবুবুর রহমান ফারুকী।  অতিথি বৃন্দরা ভবিষ্যতে দক্ষতার সহিত দুর্যোগ মোকাবেলা করতে প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরেন । দুর্যোগে প্রশিক্ষণকে কাজে লাগানোর তাগিদ দেন।

এছাড়াও,  নির্বাহী কর্মকর্তা মহেশখালীর সকল টিম লিডারদের প্রশিক্ষণের জন্য ১ লক্ষ টাকা বরাদ্দ ঘোষণা দেন এবং কালারমারছড়ার তরুণ চেয়ারম্যান কালারমারছড়া সিপিপির অফিসের জন্য ফার্নিচার বরাদ্দের ঘোষণা দেন ।

Exit mobile version