parbattanews

মহেশখালীতে নাশকতার চেষ্টার দায়ে অস্ত্র ও গুলিসহ জামায়াতের ৫ নেতা আটক

 

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের মহেশখালীতে ঈদ কেন্দ্রিক নাশকতার চেষ্টার অভিযোগে ৪টি এলজি বন্দুক, ৭টি কিরিচ ও ৬টি কার্তুজ সহ জামায়াতের ৫ নেতাকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে শাপালপুর ইউনিয়নের মুকবেকীর গোদারপাড়ায় এ অভিযান চালানো হয়।

আটকরা হলো, আশরাফ হোসাইন টিপু প্রকাশ সাদ্দাম, মো. হানিফ, শফিউল আলম, মো. শহিদুল্লাহ এবং আতাউর রহমান। তারা সকলেই শাপলাপুর ইউপির মুকবেকীর বাসিন্দা এবং জামায়াতের ইউনিয়ন ও উপজেলার দায়িত্বশীল নেতা।

মহেশখালী থানার ওসি প্রদীপ কুমার দাশ জানান, শাপলাপুর ইউপির প্রধান ঈদ জামাতের আগে উপজেলা আমীরের ছোট ভাই সাদ্দাম ও জামায়াতের একদল সক্রিয় সদস্য ঈদগাহ মাঠে প্রকাশ্যে অস্ত্র নিয়ে লোকজনকে ধাওয়া করে। খবর পেয়ে পুলিশ গেলে তারা সেখান থেকে পালিয়ে যায়। পরে তারা গোপন বৈঠক করে নতুন করে নাশকতার পরিকল্পনা কালে পুলিশ অভিযানে যায়। এ বৈঠক থেকে অস্ত্রসহ এদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র ও নাশকতার দায়ে মামলা করা হয়েছে।

Exit mobile version