parbattanews

মহেশখালীতে পুলিশের অভিযানে অস্ত্র গুলিসহ গ্রেফতার ৩

মহেশখালী উপজেলার ক্রাইমজোন কালারমারছড়ার আধারঘোনায় অভিযান চালিয়ে অস্ত্র গুলি সহ ৩জনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার(১৯ আগস্ট) দুপরের দিকে থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. বাবুল আজাদ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ কালারমারছড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের আধারঘোনা পূর্বপাড়া থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, খালেদ হোসেন বাপ্পী(২০), পিতা-আব্দুর রহিম, মো. সুমন(১৮), পিতা-আব্দুল গফুর, মো. হোসেন(১৬), পিতা-দুলা মিয়া, মোহাম্মদ আলী(৬৩), পিতা-মৃত ছৈয়দুর রহমান।তারা একই এলাকার বাসিন্দ।

এসময় তাহাদের কাছ থেকে  দেশীয় তৈরি একনলা বন্দুক ২টি, ৪ রাউন্ড কার্তুজ, ১টি গুলি রাখার ব্যান্ডুলী, ১টি কাঠের লাঠি, যার একপ্রান্তে ০৬ ইঞ্চি লম্বা ১১টি পেরেক গাঁথা ।

মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, গ্রেফতারকৃত আসামীগণ পলাতক আসামি। দীর্ঘদিন যাবৎ মহেশখালী থানা এলাকায় অস্ত্র ক্রয়-বিক্রয় সহ ডাকাতি, দস্যুতাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে আসছে। তাদের ভয়ে এলাকার সাধারণ মানুষ সার্বক্ষণিক আতঙ্কে দিন যাপন করছিলো। আমরা অস্ত্রধারী, সন্ত্রাসীদের বিরুদ্ধে আরও অভিযান অব্যাহত থাকবে।

এদিকে ইয়াবার ভান্ডার হিসাবে পরিচিত কালারমারছড়ার আধারঘোনা ছানা উল্লাহ গংদের গ্রেফতারে পুলিশের অভিযান দাবি করছে এলাকা বাসী।

Exit mobile version