মহেশখালীতে পুলিশের অভিযানে বন্দুকসহ আটক ১

fec-image

মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের নির্দেশে এএস আই লিংকন কুমার নাথের নেতৃত্বে পুলিশের একটি টিম ৪ জুন গভীর রাতে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এই সময় ১টি দেশীয় তৈরি ১ নলা বন্দুক ও ৩ রাউন্ড কার্তুজ সহ পলাতক আসামী মরহুম মতিউর রহমানের পুত্র নুর আহমদ (৬২)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।

পুলিশের অভিযানের অবস্থান টের পেয়ে গ্রেপ্তারকৃত আসামী নুর আহমেদের পুত্র আরিফ উল্লাহ (২৬),পালিয়ে যায়।

মহেশখালী থানা সূত্রে জানা যায়, কক্সবাজার জেলার পুলিশ সুপার মোঃ সাইফ উদ্দিনের নির্দেশনায় মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হকের সার্বিক তত্ত্বাবধানে ৪ জুন গভীর রাতে ছদ্মবেশ ধারণ করে এএস আই লিংকন কুমার নাথের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কনস্টেবল আরিফুল ইসলাম কনস্টেবল ফরহাদ উদ্দিন কনস্টেবল আব্দুল মজিদ কনস্টেবল মিল্টনের সমন্বয়ে মহেশখালী থানার ১টি চৌকস টিম।

মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নের মাহারা পাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১ নলা ১টি দেশীয় তৈরি কাঠের বাট সংযুক্ত সচল বন্দুক ও ৩টি কার্তুজ সহ পলাতক আসামী নুর আহমেদ’কে গ্রেপ্তার করেন। পুলিশের উপস্থিতির টের পেয়ে গ্রেপ্তারকৃত আসামী নুর আহমেদের পুত্র আরিফ উল্লাহ (২৬),পালিয়ে যায়।

পরবর্তীতে ঘটনাস্থলে রাত্রিকালীন মোবাইল নাইট ডিউটি টিম এস আই জীবন চন্দ্র দাশ এএসআই হারুন মিয়া সহসঙ্গীয় ফোর্স উপস্থিত হয়ে ঘটনাস্থলে নিরাপত্তা নিশ্চিত পূর্বক জব্দ তালিকা প্রস্তুত করে উপস্থিত সাক্ষীগণের স্বাক্ষর গ্রহণ করেন।
মহেশখালী থানার ওসি মঞ্জুরুল হক বলেন, গ্রেফতারকৃত আসামি নুর আহমদ এবং পলাতক আসামী আরিফ উল্লাহ,র বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত থাকার জন্য মহেশখালী উপজেলার সাধারণ জনগণের সহযোগিতায় একান্ত প্রয়োজন।
মহেশখালী থানা পুলিশকে মহেশখালী থানা এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সকল প্রকার তথ্য দেওয়ার আহবান জানান।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন