parbattanews

মহেশখালীতে প্রতিটি মন্দিরে থাকবে পুলিশের বিশেষ নিরাপত্তা

আসন্ন বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষ্যে মহেশখালী থানায় উপজেলার সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের নিয়ে একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

বুধবার (১৫ মে) সকাল ১১টায় থানার অফিস কক্ষে মতবিনিময় সভার আয়োজন করা হয়।

এসময় মহেশখালীর ৮টি বৌদ্ধ বিহারের সভাপতি, সাধারণ সম্পাদকসহ মোট ১৯ জন বৌদ্ধ ধর্মাবলম্বী নেতা উপস্থিত ছিলেন।

এসময় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা প্রভাষ চন্দ্র ধর বলেন, আসন্ন বৌদ্ধ পূর্ণিমা যথাযথ ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে পালন করা হবে।

তিনি সকলকে অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি মন্দিরে বিকেল ৪টার মধ্যে পুলিশ পৌঁছে যাবে, তরুণ স্বেচ্ছাসেবক দল অবশ্যই রাখতে হবে, কাপড় দিয়ে ঘর নিমার্ণ করে মহিলা দ্বারা মহিলাদের দেহ তল্লাশী করতে হবে, মন্দিরের চর্তুদিকে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করতে হবে, নিরাপত্তার স্বার্থে মাদকদ্রব্য সেবন বন্ধ, ফানুস উড়ানু বন্ধ রাখতে হবে, মন্দিরের সামনে কোন হকার থাকতে পারবে না, সন্দেহভাজন লোক মন্দিরে প্রবেশ করার পূর্বে আটক করতে হবে,   ব্যাগ/পোটলা নিয়ে কেউ প্রবেশ করতে পারবে না, শোভাযাত্রা শুরু করার আগে সবার দেহ তল্লাশী করতে হবে। নিরাপত্তার স্বার্থে প্রতিটি মন্দিরে পুলিশের বিশেষ নজরদারি রাখা হবে।

আমরা সব ধর্মের লোকদের নিয়ে একটি সম্প্রতির বাংলাদেশ গড়তে চাই। এখানে কোন ধরনের সহিংসতা ঘটতে দেয়া যাবে না।

Exit mobile version