মহেশখালীতে প্রথম বারের মতো জাতীয়ভাবে পালিত হলো শেখ রাসেল দিবস
সারা দেশের ন্যায় মহেশখালীতে প্রথম বারের মতো জাতীয়ভাবে পালিত হয়েছে শেখ রাসেল দিবস।
সোমবার (১৮ অক্টোবর) দিবসটি উপলক্ষে সরকারিভাবে ব্যাপক কর্মসূচী নেওয়া হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলও ১৯৭৫ সালের ১৫ আগস্ট সেই দিনের হত্যাকাণ্ড খেকে রেহায় পায়নি ।
১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক ও তার স্বপরিবারের সাথে শেখ রাসেলকেও খুন করে সেনাবাহিনীর কতিপয় বিপদগামী সদস্য।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল জন্ম গ্রহণ করেন ১৯৬৪ সালের ১৮ অক্টোবর। “শেখ রাসেল দ্বীপ্ত জয়োল্লাস, অদম্য আত্মবিশ্বাস”। এ প্রতিপাদ্যের আলোকে সোমবার সকালে মহেশখালীতে পালিত হয়েছে জাতীয় শেখ রাসেল দিবস।
দিবসটি উপলক্ষে মহেশখালী উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ বিভিন্ন কর্মসূচি পালন করছেন। মহেশখালী উপজেলা পরিষদস্থ শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্প অর্পনের মধ্যে দিয়ে দিবসের কর্মসূচি শুরু হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।
উপজেলা নির্বাহী অফিসার মো. মাহফুজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ শরীফ বাদশা, থানার অফিসার ইনচার্জ মো. আবদুল হাই, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, মহেশখালী পৌরসভার মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরিদুল আলম বিএ, উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সবুজ কুমারর্, মৎস্য অফিসার আব্দুর রহমার খান,পরিবার পরিকল্প কর্মকর্তা তাপস দত্ত, উপজেলা একাডেমিক সুপার ভাইজার ফজলুল করিম, প্রাথমিক শিক্ষা অফিসার সহ সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
পরে শেখ রাসেলের জন্মদিনে আয়োজিত বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।