parbattanews

মহেশখালীতে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে প্রশাসনের উদ্যোগ

কক্সবাজার মহেশখালী উপজেলার বড় মহেশখালীর নতুন বাজারে ফুটপাত দখলমুক্ত ও যানজট নিরসনে মাঠে নেমেছে প্রশাসন।

রবিবার (২১ আগস্ট) বেলা ১২টায় যানজট এ কার্যক্রম চালানো হয়। এসময় ফুটপাত দখলে থাকা কিছু অংশ ভাসমান দোকান সরিয়ে দেওয়া হয় এবং একটি টমটম আটক করা হয়।

মহেশখালীর ওসির এমন পদক্ষেপ এর প্রশংসা জানিয়েছেন নতুন বাজারের ব্যবসায়ী, এলাকাবাসীসহ ও যাত্রীরা। তারা জানান, ফুটপাতের কিছু দোকান ও কোন পার্কিং ছাড়া টমটম গুলো রাস্তায় দাঁড়িয়ে থেকে। ফলে যানজটের ভোগান্তি হয় যাত্রীদের। এ অবস্থায় যানজট নিরসনে এমন কাজ করা প্রংশার যোগ্য।

বড় মহেশখালী নতুন বাজার বণিক সমিতির সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ মিয়া বাঁশি জানান, পুলিশের এমন উদ্যোগকে ধন্যবাদ জ্ঞাপন করছি। পাশাপাশি ভবিষ্যতে যানজট নিরসনে প্রশাসনের পাশাপাশি আমদের ও সহযোগিতা থাকবে।

এ বিষয়ে মহেশখালী থানার ওসি প্রণব চৌধুরী বলেন, ‌‘যানজট নিরসনের বিভিন্ন রাস্তার মোড়ে কাজ করছে পুলিশ। আজ তার ধারাবাহিকতা বড় মহেশখালীর নতুন বাজারে রাস্তার পাশ থেকে অবৈধ দোকানপাট সরিয়ে দিয়ে রাস্তায় যান চলাচল যাতে ঠিক থাকে সেই ব্যবস্থা করা হয়েছে।’

Exit mobile version