মহেশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২২ শুভ উদ্বোধন

fec-image

লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে কিশোর-কিশোরীদের ক্রীড়া চর্চায় উদ্বুদ্ধকরণ ও শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ, প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা, মনোবল বৃদ্ধি এবং মাদকাশক্তি, জঙ্গিবাদসহ সকল ধরণের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত রাখার লক্ষ্যে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে, ক্রীড়া পরিদপ্তরের সহযোগিতায় মহেশখালী উপজেলা প্রশাসন এ টুর্নামেন্টের আয়োজন করেন। উক্ত টুর্নামেন্টে উপজেলার ১টি পৌরসভাসহ ৮টি ইউনিয়ন অংশগ্রহণ করেছে ৷

বুধবার (১০ মে) বিকেল ৩টায় উপজেলার পৌরসভাস্থ জননেত্রী শেখ হাসিনা মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মো. ইয়াছিন।

এ সময় উপস্থিত ছিলেন, মহেশখালী থানার অফিসার ইনচার্জ আব্দুল হাই পিপিএম, মেয়র মকছুদ মিয়া, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আশারাফুল আজিজ সুজন, অর্থ সম্পাদক আনম হাসানসহ উপজেলা প্রশাসনের নেতৃবৃন্দ।

উল্লেখ্য যে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট মহেশখালীতে দুইটি ভেন্যুতে অনুষ্ঠিত হচ্ছে। উদ্বোধনী দিনে প্রথম ভেন্যু জননেত্রী শেখ হাসিনা স্টেডিয়ামে বড় মহেশখালী ইউনিয়ন একাদশ বনাম হোয়ানক ইউনিয়ন একাদশ, দ্বিতীয় ভেন্যু মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে শাপলাপুর ইউনিয়ন একাদশ বনাম কুতুবজোম ইউনিয়ন একাদশ অংশগ্রহণ করেন ৷

প্রথম ম্যাচে ট্রাইবেকারে ১-০ গোলে বড় মহেশখালী ইউনিয়নকে পরাজিত করে হোয়ানক ইউনিয়ন এবং অপর ম্যাচে ট্রাইবেকারে ১-০ গোলে কুতুবজোম ইউনিয়নকে পরাজিত করে শাপলাপুর ইউনিয়ন একাদশ৷

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন