মহেশখালীতে বন্দুক, ইয়াবা, নগদ টাকা, বাংলা মদসহ আটক ৩
মহেশখালী থানা পুলিশের অভিযানে বড় মহেশখালী কুলাল পাড়া এলাকা থেকে বন্দুক, ইয়াবা, বাংলা মদসহ ৩জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
আটককৃতরা বর্তমানে মহেশখালী থানার হেফাজতে রয়েছে। ধৃত ৩ জন এবং পলাতক ২ জনসহ জড়িতদের বিরোদ্ধে মহেশখালী থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে সোমবার গভীর রাতে ১ টায়, মহেশখালী থানার তদন্ত বাবুল আযাদের নেতৃত্বে এস আই মাহামুদ, এএস আই জহিরুল হক, এএসআই কুসুম চাকমা, এএস আই কিরন চাকমাসহ একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মনুমিয়ার পাড়া মৃত কাছিম আলীর পুত্র আবুল হোছন (৬৫), লাতুয়ার ডেইলের সোলতান কুদ্দুসের পুত্র মোহাম্মদ হোসন, আবুল হোসেনের স্ত্রী জন্নাত বেগম (৪৮), বড় মহেশখালী ধোপা পাড়ার মনীন্দ্র দাশের পুত্র সুভাষ দাসসহ আবুল হোসেন বাড়ি থেকে একটি বন্দুক, ২টি কার্তুজ, ১০১৫পিস ইয়াবা, ২৪৯২৫ নগদ টাকা, ৫০লিটার বাংলা মদ আটক করে।
ধৃত আসামীর বিরোদ্ধে মহেশখালী থানায় ২ টি পৃথক মামলা রুজু করা হয়েছে। মামলার তদন্তকারী করবেন এস আই ছানা উল্লাহ।
ঘটনার সত্যতা স্বীকার করে ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, যতদিন মাদক ও সন্ত্রাস মুক্ত না হয় ততদিন পুলিশের অভিযান চলবে মহেশখালীর প্রতিটি স্তরে।