parbattanews

মহেশখালীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নলকূপ শ্রমিক নিহত

বিশেষ প্রতিনিধি, কক্সবাজার:

মহেশখালীর মাতারবাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই নলকূপ শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছে আরো দু’জন।

পল্লী বিদ্যুতের ৩৩ হাজার ভোল্টের মূল লাইনের তারে লোহার পাইপ লেগে বুধবার (১৭ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।

নিহতরা হলেন, কালারমারছড়া ইউনিয়নের সোনারপাড়ার মৃত আবুল কাশেমের পুত্র মোস্তাক আহমদ (২৫) ও একই এলাকার নূরুল ইসলামের পুত্র মো. কাউছার। সত্যতা নিশ্চিত করেছেন মাতারবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আমিনুল হক।

প্রত্যদক্ষর্শীর বরাতে জানাগেছে, এক পর্যায়ে লোহার পাইপ মাটিতে পুঁততে গিয়ে উপরে তোলার সময় তা পল্লীবিদ্যুতের মূল লাইনের তারে স্পর্শ হয়। এতে দুই শ্রমিক বিদ্যুতায়িত হয়ে যায়।

তাদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এই ঘটনায় আরো দু’জন আহত হয়েছে বলে জানা গেছে।

মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ জানান, নিহতদের হাসপাতাল থেকে আনা হচ্ছে। এই ঘটনায় কারো অবহেলা থাকলে খোঁজ নিয়ে ব্যবস্থা নেয়া হবে।

Exit mobile version