মহেশখালীতে মাছ ভাগাভাগিকে কেন্দ্র করে একজনকে পিটিয়ে হত্যা
কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের হেতালিয়া ঘোনায় চিংড়ি মাছ ভাগাভাগি নিয়ে নুরুল ইসলামকে (২৮) পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে।
বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৭টায় হোয়ানকের হেতালিয়া ঘোনায় এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটেছে।পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে।
নিহতের ভাই নজরুল ইসলাম জানান, আমার ভাই সকালে মাছ ধরতে চিংড়ি ঘেরে যায়। এ সময় তার সাথে একই এলাকার গোলালের পুত্র কলিম উল্লাহ ও আব্বাসের পুত্র ফারুক ছিলো। তাদের সাথে মাছ ভাগাভাগি নিয়ে কথা কাটাকাটি হলে এক পর্যায়ে তারা দুজনে আমার ভাইকে পিটিয়ে হত্যা করে ঘেরে ফেলে রেখে চলে যান। আমার ভাই হত্যার বিচার দাবি করছি।
মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধর জানান, ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তে জন্য সদরে প্রেরণ করা হয়েছে। দোষীদের ধরতে পুলিশের অভিযান চলছে।