মহেশখালীতে মাদ্রাসা ছাত্রের বিষপানে আত্মহত্যা

ছোট মহেশখালী ইউনিয়নের উম্বোনিয়া পাড়াস্থ উমর বিন আব্দুল আজিজ মাদ্রাসা ও হেফজখানার মিসবাহ উদ্দীন নামে এক ছাত্র বিষপানে আত্মহত্যা করেছে। তার পিতার নাম রমিজ আহমদ।
জানা যায়, মিসবাহ উদ্দীন অনিয়মিত ছাত্র ছিলো, পিতা-মাতা তাকে জোরপূর্বক হেফজখানায় পাঠালে অন্যথায় পালিয়ে যেত।
কিছুদিন পূর্বে ছেলেকে জোরপূর্বক হেফজখানায় পাঠাতে চাইলে সে তার পিতা-মাতা কে বলে আমাকে জোরপূর্বক হেফজখানায় পাঠালে আমি আত্মহত্যা করব।
১৪ জানুয়ারি আনুমানিক দুপুর ১২টায় ছেলের চাচা জমির উদ্দীন মোঃ মিসবাহ উদ্দীনকে জোরপূর্বক পিটিয়ে হেফজখানায় পাঠানোর চেষ্টা করেন। তখন ছেলে রাগের বসবর্তি হয়ে বিষপান করে আত্মহত্যার চেষ্টা করে।
তৎক্ষনাত ছেলের আত্মীয় স্বজন মহেশখালী হাসপাতালে নিয়ে গেলে তার অবস্থা খারাপ দেখে ডাক্তাররা কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করেন।
কক্সবাজার হাসপাতালে ১ দিন চিকিৎসা করার পর তার অবস্থা খারাপ হওয়ায় ডাক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
সেখানে ১দিন চিকিৎসায় থাকার পর আজ ভোর রাতে ছেলেটি মৃত্যু বরণ করে বলে জানা যায়।