parbattanews

মহেশখালীতে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণের উদ্বোধন

মহেশখালী প্রতিনিধি:

ক্রীড়া পরিদপ্তর প্রনীত বার্ষিক ক্রিড়া কর্মসূচি ২০১৭-১৮ এর আলোকে মহেশখালীতে শুরু হয়েছে মাসব্যাপী ক্রিকেট প্রশিক্ষণ কর্মসূচি। মঙ্গলবার (৭ নভেম্বর) বিকাল ৪টায় মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রশিক্ষণের উদ্বোধন করেন মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আবুল কালাম।

এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বিভীষন কান্তি দাশ,  জেলা ক্রিড়া কর্মকর্তা নাজিম উদ্দিন ভুঁইয়া, মহেশখালী পৌরসভার সাবেক মেয়র ও আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সরওয়ার আজম বিএ, সহকারী প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন কাদের, ঘটিভাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল আলম, মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রিড়া সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুল আজিজ সুজন, সাবেক ছাত্রনেতা আব্দুল হাকিম।

ওই প্রশিক্ষণে প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন এম গিয়াস উদ্দিন ক্রিড়া মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় ও সাংবাদিক মোহাম্মদ তারেক পরিচালক মহেশখালী ক্রিকেট একাডেমি।

অনুষ্ঠান পরিচালনায় ছিলেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামিম ইকবাল। ওই ক্রিকেট প্রশিক্ষণে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবের  ৩০জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

Exit mobile version