মহেশখালীতে মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম কমিটির আহ্বায়ক মরহুম আবদুল্লাহ খাঁনের স্মরণে স্মৃতিচারণ

fec-image

মহেশখালী থানা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি ও মহান মুক্তিযুদ্ধকালীন সংগ্রাম কমিটির আহ্বায়ক এবং বৃহত্তর গোরকঘাটা ইউনিয়নের সাবেক প্রেসিডেন্ট (চেয়ারম্যান) আলহাজ্ব আবদুল্লাহ খাঁন এর স্মরণে মহেশখালী উপজেলা টিটিসি হল রুমে রবিবার (২৩ জানুয়ারি) সকালে স্মৃতিচারণ অনুষ্ঠান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড সিরাজুল মোস্তফা, বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এড ফরিদুল আলম, মহেশখালী কুতুবদিয়ার সাংসদ আশেক উল্লাহ রফিক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আনোয়ার পাশা চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা ডাঃ নুরুল আমিন, এম আজিজুর রহমান বিএ, পৌর মেয়র মকছুদ মিয়া, সাবেক চেয়ারম্যান সামসুল আলম, এড নুরুল হুদা, কুতুবজুমের চেয়ারম্যান এড শেখ কামাল, প্রবীন আওয়ামী লীগ নেতা বশির উল্লাহ খান, মুক্তিযুদ্ধা সালেহ আহমদ, মরহুম আব্দুল্লাহ খান পরিবারের সদস্য অধ্যাপক জসিম উদ্দিন। সাবেক উপজেলা যুবলীগের সভাপতি হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত স্বরণ সভায় আরও বক্তব্য রাখেন জেলা নারী ওশিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের এপিপি এড সাকি এ কাউছার সহ অনেকেই।

এসময় জেলা, উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগসহ মরহুম আব্দুল্লাহ খাঁনের পরিবারের সদস্যগণ ও সাংবাদিক গণ উপস্থিত ছিলেন।

সভায় বক্তরা বলেন, মরহুম আব্দুল্লাহ খাঁন ছিলেন মহেশখালী দ্বীপের আওয়ামী লীগের আলোক বর্তিকা। তার হাত ধরে মুক্তিযুদ্ধাসহ দলের নানান কর্মকান্ডে অবদান রাখেন বিভিন্ন শ্রেনী পাশার মানুষ। তাকে দীর্ঘদিন পর হলেও তার পরিবার স্বরণ করলেও দল থাকে আজও স্বরণ করেনি বলেন ধর্ম বিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তাফা দাবী করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন