মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রি: পিতা-পুত্র আটক

fec-image

কক্সবাজারের মহেশখালীতে মৃত মহিষের মাংস বিক্রির অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (০৭ ডিসেম্বর) সকাল ১০ টার দিকে উপজেলার বড় মহেশখালীর নতুন বাজার থেকে তাদের আটক করা হয়। মৃত মাংস উদ্ধার ক‌রে পুঁতে ফেলা হয়েছে। মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই সত্যতা নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন, কুতুবজোম তাজিয়াকাটা এলাকার নুর হাসেম (৬০) ও তার পুত্র মনজুর আহমদ (৩৮)। তারা সম্পর্কে পিতা-পুত্র। দীর্ঘদিন ধরে কসাইয়ের কাজ করে আসছিল তারা।

ম‌হি‌ষের মা‌লিক আলী আকবর জানান, মঙ্গলবার ভোরে তার পালিত এক‌টি ম‌হিষ মারা যায়। ম‌হিষ‌টি পু‌ঁতে ফেলার জন‌্য মে‌য়ের জামাই আবদুল গফুর‌কে দা‌য়ি‌ত্বে দেন শ্বশুর। কিন্তু গফুর লো‌ভের ব‌শিভূত হ‌য়ে স্থানীয় মনজুর আহমদ‌কে ২০ হাজার টাকার বিনিময়ে ম‌হিষ‌টি বিক্রি ক‌রে দেন। এরপর কসাইদের সহায়তায় নতুন বাজারে মাংস বিক্রি করছিল তারা।

বিষয়টি জানতে পেরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে থানার পরিদর্শক মনিষ সরকারের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে মাংস বিক্রিকালে দুইজনকে আটক করেছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল হাই বলেন, আটকদের বিরু‌দ্ধে আইনগত ব‌্যবস্থা নেয়া হচ্ছে। মাংসগুলো পুঁতে ফেলা হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন