parbattanews

মহেশখালীতে মোবাইল কোর্টের জরিমানা

বড় মহেশখালী ইউপিস্থ নতুন বাজারে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে নিবার্হী ম্যাজিস্ট্রেট।

০৯ জানুয়ারি দুপুরে মহেশখালী উপজেলার অন্তর্গত বড় মহেশখালী ইউপিস্থ নতুন বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় এ মোবাইল কোর্ট পরিচালনা করেছেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা।

এসময় সাথে ছিলেন মহেশখালী হাসপাতালের সেনেটারী ইন্সপেক্টর রূপম কান্তি পাল সহ পুলিশের একটি ইউনিট।

মহেশখালী নতুন বাজারে অবস্থিত জমজম বেকারীকে পণ্য উৎপাদনে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রং ব্যবহারের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৪২ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

জনস্বাস্থ্য ক্ষতিকর রং ব্যবহারে খাবার তৈরি ও পরিবেশন না করতে ব্যবসায়ীর প্রতি হুঁশিয়ারী দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুইচিং মং মারমা। এই অভিযান কে মহেশখালীর সচেতন মহল সাধুবাদ জানান।

Exit mobile version