parbattanews

মহেশখালীতে শ্রমিক লীগের আলোচনা সভা


মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে বাংলাদেশ জাতীয় শ্রমিক লীগের আলোচনা সভা রবিবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলা আওয়ামী লীগের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় জেলা শ্রমিক লীগের সভাপতি জহিরুল ইসলাম সিকদার বলেন, জাতীয় শ্রমিক লীগের তৃণমূলের শক্তিকে গড়ে তুলতে ব্যাপক হারে কাজ করছে দলটি। মূলত আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে মহেশখালীর প্রতিটি ইউনিয়নের নেতা-কর্মীদের দলীয় যে কোন কর্মসূচিতে শতভাগ উপস্থিত হয়ে কাজ করতে হবে। স্বাধীনতার স্ব পক্ষের শক্তির সাথে কাজ করে আগামীতে মহেশখালী কুতুবদিয়ার আসনে শেখ হাসিনার মনোনীত প্রার্থীকে জয় করায় শ্রমিক লীগের গুরু দায়িত্ব।
শ্রমিকলীগ মহেশখালী উপজেলা শাখার সভাপতি মো. জাকরিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সরওয়ার আলমের পরিচালনায় আলোচনা সভায় প্রধান বক্তা ছিলেন জেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সফিউল্লাহ আনচারী, বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক লীগের দপ্তর সম্পাদক ওসমান গণি ওসমান, জেলার ক্রিড়া সম্পাদক একরাম চৌধুরী।

এসময় উপস্থিত ছিলেন পৌর শ্রমিক লীগের সভাপতি রিপন উদ্দিন রিপন, শাপলাপুর সভাপতি দেলোয়ার হোসেন দুলাল, হোয়ানক সভাপতি মোম আক্কাস, কুতুবজুমের মাহামুদুল করিম, ছোট মহেশখালীর ভারপ্রাপ্ত সভাপতি জাহেদ সিকদার, বড় মহেশখালীর সভাপতি সাহাব উদ্দিন, কুতুবজোম ইউনিয়ন শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, শাপলাপুরের সাধারণ সম্পাদক এম রশিদ, বড় মহেশখালীর সাধারণ সম্পাদক আব্দু শুক্কুর, কালারমারছড়ার সাধারণ সম্পাদক দরত উল্লাহ দরত, হোয়ানকে সাধারণ সম্পাদক মোম ইসহাক, কুতুবজুম ইউনিয়ন শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক ফারুক উদ্দিন, বড় মহেশখালীর সাংগঠনিক সম্পাদক মো. মালেক, সহ-সভাপতি মাহাবুল আলম,  কুতুবজোমের সিনিয়র সহ-সভাপতি ফরিদ আলমসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, আমাদের লক্ষ একটি বঙ্গবন্ধুর হাতে গড়া সোনার বাংলাদেশটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে তারই আর্দশে নিবেদিত প্রাণ হিসাবে জননেত্রী দুই হাজার ৪১ সালে উন্নত দেশের তালিকায় উপনিত হবো। সে লক্ষে জাতীয় শ্রমিক লীগ সারা দেশব্যাপী জামাত-বিএনপির বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবে।

Exit mobile version