parbattanews

মহেশখালীতে ৩৩২ জন প্রার্থীর মনোনয়ন পত্র দাখিল

মহেশখালীতে উৎসবমূখর পরিবেশে পৌরসভা, মাতারবাড়ি, কুতুবজোম ও হোয়ানক ইউনিয়নের প্রার্থীদের মনোনয়ন পত্র স্ব স্ব রিটার্নিং অফিসারের কাছে জমা দিয়েছে। ১৮ মার্চ মনোনয়ন পত্র জমার শেষ দিনে প্রচণ্ড ভিড় ছিলো উপজেলা প্রাঙ্গনে । সকাল থেকে উপজেলার মাতারবাড়িসহ বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল সহকারে নৌকার প্রার্থীরা মনোনয়ন পত্র জমা দিতে আসেন।

মহেশখালী উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মহেশখালী পৌরসভায় মেয়র পদে ৪ জন, সাধারণ মহিলা সংরক্ষিত পদে ১০ জন, সাধারণ পুুরুষ পদে ৪৩ জন মনোনয়ন পত্র জমা দিয়েছে।

উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১২, সাধারণ পুুরুষ ৬৬ জন, হোয়ানক ইউনিয়নে চেয়ারম্যান পদে ১১ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৪, সাধারণ পুুরুষ পদে ৬৭ জন, কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জন সাধারণ পুরুষ পদে ৬৭ জন মনোনয়ন দাখিল করেছেন।
সর্ব মোট ৩৩ জন চেয়ারম্যান পদে, সংরক্ষিত মহিলা পদে ৫৬ জন, সাধারণ পুুরুষ পদে ২৪৩ জনসহ মোট ৩৩২ জন।

উপজেলা নির্বাচন অফিসার জুলকার নাঈম জানান, প্রার্থীরা যথাযথ নিয়ম মেনে মনোনয়ন পত্র দাখিল করেছে আজ সকাল ১০টা থেকে বিকাল ৫টা র্পযন্ত উপজেলা হল রুমে বাছাই অনুষ্ঠিত হবে।

২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক ও আগামী ১১ এপ্রিল ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
মহেশখালী পৌরসভায় ইভিএমে বাকী ৩ ইউনিয়নে ব্যালটে ভোট নেওয়া হবে।

Exit mobile version