parbattanews

মহেশখালীর কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যত্রে সরিয়ে নেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি প্রদান

Coxs Sharok lipi

স্টাফ রিপোর্টার, কক্সবাজার :

কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যত্রে সরিয়ে নেয়ার দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে স্থানীয় এলাকাবাসি। রোববার বিকাল ৩ টার দিকে কক্সবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উপস্থিত হয়ে বিপুল সংখ্যক এলাকাবাসি এ স্মারকলিপিটি প্রদান করেন।

জেলা প্রশাসক মো. রুহুল আমিন স্মারকলিপিটি গ্রহণ করে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর আশ্বাস দেন। ওই সময়  মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশেকুল্লাহ রফিকও উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, মহেশখালীর মাতারবাতি উপজেলায় কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের প্রক্রিয়া চালাচ্ছে সরকার। এ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের জন্য জমি অধিগ্রহণ করা হলে প্রায় ৩ লাখ মানুষ উদ্বাস্তুতে পরিণত হবে। এর জন্য মানবিক ও সামাজিক বিপর্যয় রোধে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র অন্যত্রে সরিয়ে নেয়ার দাবি জানান তারা।

Exit mobile version