মহেশখালীর পাহাড়ে অস্ত্র, ইয়াবাসহ এক সন্ত্রাসী আটক
মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের কালাগাজি পাড়ার ভিতর দূর্গম পাহাড়ি এলাকাতে অভিযান চালিয়ে অস্ত্র, ইয়াবাসহ কালাবদা নামে এক সন্ত্রাসীকে আটক করে পুলিশ। রবিবার (১২ জুলাই) রাতে তাকে আটক করা হয়।
পুলিশ জানায়, গহীনপাহাড়ে সন্ত্রাসীরা অবস্থানের সংবাদ পেয়ে মহেশখালী থানা পুলিশ ও হোয়ানক পুলিশ ক্যাম্পের যৌথ অভিযানে সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী আবছার (কালাবদাকে) দুইটি দেশীয় বন্দুক এবং ইয়াবাসহ আটক করে।আটককৃত আবছার প্রকাশ কালাবদার বিরুদ্ধে মহেশখালী থানায় একাধিক মামলা রয়েছে বলেও জানা যায়।
মহেশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) দিদারুল ফেরদৌস অস্ত্র ও ইয়াবাসহ আবছার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গত ৭দিনে ২২টি মামলা হয়েছে চলমান অভিযানে এতে অস্ত্র, মাদকসহ ৪৯ জনকে আটক করা হয়েছে।