মহেশখালীর শাপলাপুরে ইয়াবাসহ যুবক আটক
মহেশখালী উপজেলার শাপলাপুরের ঘোনারপাড়া উকিল সৈয়দ হোসনের বাগানের সামনে থেকে কবির আহমেদ ছেলে বায়তুল্লাহকে ৮শত পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১১ এপ্রিল) রাত আড়াইটার দিকে মহেশখালী থানার পুলিশ অভিযান চালিয়ে ইয়াবাসহ তাকে গ্রেফতার করে। মহেশখালী থানা বিষয়টি নিশ্চিত করেন।
মহেশখালী থানার ওসি মো. আব্দুল হাই পিপিএম জানান, গোপনসূত্রে খবর পেয়ে গভীর রাতে শাপলাপুরে ঘোনার পাড়ায় মহেশখালী থানা অভিযান পরিচালনা করেন। এসময় ঘোনার পাড়ার ওকিল সৈয়দ হোসনের বাগানের সামনে থেকে সন্দেহভাজন ইয়াবাকারবারী বায়তুল্লাহর দেহ তল্লাশি করে ৮শত পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে সংশ্লিষ্ট আইনে মামলার করেছে পুলিশ।
ঘটনাপ্রবাহ: আটক, ইয়াবাসহ, মহেশখালীর
Facebook Comment