parbattanews

মহেশখালীর শাপলাপুর ইউপি নির্বাচনে আ’লীগের জয়

মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের অ্যাডভোকেট আবদুল খালেক নৌকা প্রতীক নিয়ে ৪২৩০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

আবদুল খালেক চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৪২৩০ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রার্থী দিদারুল ইসলাম দোয়াত কলম প্রতীকে পেয়েছেন ৪১৮৯ ভোট, সাংবাদিক সালাউদ্দীন হেলালী কমল(আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন ৪০১৭ ভোট। পরাজয়টা মাত্র ৪১ ভোটের ব্যবধানে হয়েছে।

অন্যদিকে ইউপি সদস্য হিসেবে ১ নম্বর ওয়ার্ডে দিল মোহাম্মদ ( টিউবওয়েল), ২ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ আব্দুস সালাম ( মোরগ), ৩ নম্বর ওয়ার্ডে সলিমুল্লাহ (ক্রিকেট ব্যাট), ৪ নম্বর ওয়ার্ডে ফরিদুল আলম (ফুটবল), ৫ নম্বর ওয়ার্ডে মোহাম্মদ শফিউল আলম (বৈদ্যুতিক পাখা), ৬ নম্বর ওয়ার্ডে জমিস উদ্দীন (বৈদ্যুতিক পাখা), ৭ নম্বর ওয়ার্ডে বর্তমান মেম্বার ফরিদুল আলম (বৈদ্যুতিক পাখা), ৮ নম্বর ওয়ার্ডে আনু মিয়া (টিউবওয়েল), ৯ নম্বর ওয়ার্ডে আমির হামজা কালু (আপেল) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

সংরক্ষিত নারী আসনে ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে দিলরুবা বেগম দিল (তালগাছ), ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডে শাহিন সোলতানা মিনা (বই), ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে হাজেরা খাতুন (বই) বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা জুলকার নাঈম বৃহাস্পতিবার রাত সাড়ে ১১টায় আনুষ্ঠানিক ভাবে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

এদিকে নজির বিহীন ভাবে সুষ্ঠু নির্বাচন হয়েছে শাপলাপুরে। ভোট গ্রহণের জন্য প্রশাসনের পক্ষ থেকে ৯টি কেন্দ্রে ৯ জন নিবার্হী ম্যাজিস্ট্রেট, ৭জন ওসি, ১১৬জন পুলিশ সদস্য, এক প্লাটুন বিজিবি, র‍্যাব ও আনসার সহ বিপুল সংখ্যক নিরাপত্তার চাদরে ঢাকা ছিলো ইউনিয়নটি।

Exit mobile version