parbattanews

মহেশখালীর ৩ ইউপিতে ১২ প্রার্থীর মনোনয়ন অবৈধ

মহেশখালীর ৩ ইউপিতে ১২ প্রার্থীর মনোনয়ন পত্র অবৈধ ঘোষাণা করেছে রিটানিং অফিসার। মাতারবাড়ি, কুতুবজোম ও হোয়ানক ইউনিয়নের প্রার্থীদের মনোনয়নপত্র স্ব স্ব রিটানিং অফিসার কর্তৃক মনোনয়ন পত্র যাচাই বাছাই করেন।

উপজেলার মাতারবাড়ি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১২ জনের মধ্যে ৩ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। তারা হলেন একে খান, এড মোস্তাক আহমেদ, আব্দু সাত্তার। তবে সংরক্ষিত মহিলা আসনে ১২ জনের সবাইকে বৈধ ঘোষণা করেছেন।

সাধারণ পুুরুষ পদে ৬০ জনে ৩ জনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার। অপর দিকে বেলা ৩টায় শুরু হয় হোয়ানক ইউনিয়নে প্রার্থীরদের বাছাই। চেয়ারম্যান পদে ১১ জনে সবাই বৈধ, সংরক্ষিত মহিলা আসনে ১৪ জনের সবাই বৈধ, সাধারণ পুুরুষ পদে ৬৩ জনে ৩ জন বাতিল । সবশেষ কুতুবজোম ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জনের সবাই বৈধ, সংরক্ষিত মহিলা আসনে ১৩ জনে ২ জন বাতিল ।

সাধারণ পুরুষ পদে ৬৩ জনের মধ্যে ১ জনের মনোনয়ন বাতিল দাখিল করেছেন। বাকী সবাই বৈধ ঘোষণা করেন রিটার্নিং অফিসার ।

উপজেলা নির্বাচন অফিসার জুলকার নাঈম জানান, কুতুবজোম ইউনিয়নে দুই জন নারী সংরক্ষিত প্রার্থীর বয়স কম হওয়ায় তাদের বাতিল করা হয়েছে, বাকী ৯ জনের হলফ নামায় স্বাক্ষর না থাকার কারণে অবৈধ করা হয়েছে। তবে তারা ২২ মার্চের মধ্যে আপিল করতে পারবেন।

আগামী ২৪ মার্চ প্রত্যাহার, ২৫ মার্চ প্রতীক ও ১১ এপ্রিল ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। উক্ত ৩ ইউনিয়নে ব্যালটে ভোট নেওয়া হবে।

Exit mobile version