মহেশখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠান সম্পন্ন

 মহেশখালীর সাংবাদিকদের প্রাচীন ও বৃহত্তর সংগঠন মহেশখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারী) বিকাল ৩টায় উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সস্পন্ন হয়েছে।

উপজেলা প্রশাসনের আয়োজনে শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ও শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার মো. হেদায়েত উল্লাহ।

উপজেলা নির্বাচন কর্মকর্তা বিমলেন্দু কিশোর পালের উপস্থাপনায় শপথ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারি কশিনার (ভূমি) দ্বীপক ত্রিপুরা, মহেশখালী থানার ওসি কাইছার হামিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহেদুর রহমান, মহেশখালী কলেজের অধ্যক্ষ শাহেদ মান্নান, সাবেক সভাপতি ফরিদুল আলম দেওয়ান, সাবেক সভাপতি আবুল বশর পারভেজ, সাবেক সভাপতি হারুনর রশিদ, অনলাইন প্রেসক্লাবের সাধারন সস্পাদক হোবাইব সজিব ও এম রমজান আলী প্রমুখ।

সভার শুরুতে মহেশখালী প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সভাপতি জয়নাল আবেদিন, সাধারন সস্পাদক জিকির উল্লাহ জিকু, যুগ্ম-সস্পাদক মোহাম্মদ সাহাব উদ্দিন, সহ-সভাপতি সৈয়দ মোস্তফা আলী, সাংগঠনিক সম্পাদক তারেক রহমান, প্রচার সম্পাদক আব্দু রশিদ, অর্থ সস্পাদক মকছুদুরস রহমানসহ সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেন।

প্রসঙ্গত: গত ৩ ফেব্রুয়ারি মহেশখালী প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আগামী ৩ বছরের জন্য নির্বাচিত কমিটি দায়িত্ব পালন জন্য ক্ষমতা গ্রহণ করেন। শপথগ্রহণ শেষে এক প্রতিক্রিয়ায় নব-নির্বাচিত সভাপতি জয়নাল আবেদীন জানান- "আমার প্রথম কাজ হবে দ্রুত সময়ের মধ্যে প্রেসক্লাবের একটি নতুন ভবন তৈরি করা।" তিনি একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন উপহার দেওয়ার জন্য উপজেলা প্রশাসনকে ধন্যবাদ জানান।

ঘটনাপ্রবাহ: কক্সবাজার, মহেশখালী
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন