parbattanews

মহেশখালী বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে ছাই

মহেশখালী উপজেলার কালারমারছড়া ইউনিয়নের চিকনীপাড়া বাজারে অগ্নিকাণ্ডে ৭টি দোকান পুড়ে গেছে। ২৫ এপ্রিল সকাল ৭টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

লকডাউনে বাজার বন্ধ থাকার পর আজই দোকান খোলার অনুমতি পায় তারা। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানান। এলাকাবাসির সম্মিলিত প্রচেষ্টায় দীর্ঘক্ষণ পর আগুন নিয়ন্ত্রণে আসলেও প্রায় এক ঘন্টা ধরে জ্বলা আগুন নিয়ন্ত্রনের জন্য দেখা মিলেনি ফায়ার সার্ভিসের।

আগুনে ক্ষতিগ্রস্ত ব্যবসায়িদের মধ্যে কাপড়ের দোকান, ঔষুদের দোকান, মুদি দোকান সহ নানা ধরনের দোকান ছিলো। এদিকে দীর্ঘ ২০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে আসার কারণেই সময়মতো পৌঁছাতে না পারার কথা বলছেন ফায়ার সার্ভিস কর্মকর্তারা। মুলত ফায়ার র্সাভিস স্টেশনটি উপজেলা সদরে হওয়ায় মহেশখালীর উত্তর প্রান্তের মানুষের চরম ভোগান্তি হয় আগুন নিয়ন্ত্রনে ফায়ার সার্ভিস পেতে।

এদিকে আগুন লাগার সূত্রটি এখনও নিশ্চিত করতে পারেনি কেউ, কিভাবে আগুন গেলেছে। ঘটনাস্থল পরির্দশন করেছেন উপজেলা নির্বাহী অফিসার মাহাফুজুর রহমান, ওসি আবদুল হাই, কালারমারছড়ার ইউপি চেয়ারম্যান তারেক বীন ওসমান শরিফ ।

Exit mobile version