মহেশপুর সীমান্তে রোহিঙ্গা নারীসহ ১০ জন আটক

fec-image

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় তিন রোহিঙ্গা নারীসহ ১০ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (২১ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়। এ নিয়ে গত দুই দিনে রোহিঙ্গাসহ ২৭ জনকে আটক করেছে মহেশপুর ৫৮ বিজিবি।

আটককৃতদের পরিচয় জানতে চাইলে বিজিবি জানায়, বিশেষ প্রয়োজনে আটককৃতদের পরিচয় গোপন রাখা হয়েছে।

রোববার (২২ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে মহেশপুর ৫৮ বিজিবির পরিচালক লে. কর্নেল শাহ মো. আজিজুস শহীদ বলেন, মহেশপুর সীমান্ত দিয়ে কিছু ব্যক্তি ভারতে যাওয়ার চেষ্টা করছে- এমন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় টহল জোরদার করা হয়। সে সময় উপজেলার শ্রীনাথপুর সীমান্ত এলাকা থেকে তিনজন রোহিঙ্গার মধ্যে একজন নারী ও দালালের সহযোগী মাইক্রোবাস চালকসহ মোট ১০ জনকে আটক করে। এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে মামলা দায়ের করে আটককৃতদের মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন