মাইনীমুখ মডেল হাই স্কুলে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বরণ অনুষ্ঠান


রাঙামাটির লংগদু উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুলের ২০২৪ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও মাইনীমুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মীর শাহ আলম চৈধুরীর অবসরজনিত বিদায় সংবর্ধনা, নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ, মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণসহ দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১১ ফেব্রুয়ারি) উপজেলার মাইনীমুখ মডেল হাই স্কুল ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠান স্কুল পরিচালনা কমিটির সভাপতি হাজ্বী ফয়েজুল আজীমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক তাজ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংগদু উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান আব্দুল বারেক সরকার।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাকসুদুর রহমান, উপজেলা শিক্ষা অফিসার এ কে এম ইমাম আহমেদ, মাইনীমুখ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন কমল।
স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব রফিকুন্নেছা রোজি। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয় পরিচালনা পরিষদের “সদস্য মো. ইসমাইল হোসেন ও জনাব মো. জামাল উদ্দীন।
এসময় এলাকার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ, স্কুলে শিক্ষক ও অভিভাবকগণ, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
শেষে স্কুলের মেধাবী শিক্ষার্থীের পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।