মাটিরাঙায় অসহায় ও দু:স্থদের মাঝে বিজিবির সেলাই মেশিন বিতরণ

fec-image

পার্বত্য খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গার সীমান্তবর্তী এলাকা তবলছড়িতে দু:স্থ, অসহায় ও স্বামী পরিত্যাক্ত নারীদের মাঝে সেলাই মেশিন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ২৩ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি) যামিনীপাড়া জোন।

মঙ্গলবার (১৪ জুন) বিকালেরর দিকে তবলছড়ি ইউনিয়ন পরিষদের সামনে সেলাই মেশিন তুলে দেন যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল করিম। এসময় তবলছড়ি ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবুল হাশেম উপস্থিত ছিলেন।

সেলাই মেশিন পেয়ে বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে শিখা রানী দে বলেন, জনপ্রতিনিধিরা যখন আমাদের খবর রাখেনা তখন বিজিবি অসহায় নারীদের পাশে দাঁড়িয়েছে বিজিবি। বিজিবির দেয়া মেশিনে পরিবারের সচ্ছলতা ফিরবে বলেও জানান এ নারী।

সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধের পাশাপাশি বিজিবির পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে জানিয়ে যামিনীপাড়া জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জাহিদুল করিম বলেন, অতীতের ধারাবাহিকতায় যেকোন প্রয়োজনে অসহায় ও হতদরিদ্র মানুষের পাশে থাকবে যামিনীপাড়া জোন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অসহায়, বিজিবি, মাটিরাঙায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন