parbattanews

মাটিরাঙায় দুঃস্থ জনগনের পাশে সেনাবাহিনী

মানবিক সহায়তার অংশ হিসেবে খাগড়াছড়ির মাটিরাঙায় করোনা পরিস্থিতিতে নিম্নবিত্ত, গরিব, অসহায় এবং দুঃস্থ জনগোষ্ঠীদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১১টার সময় মাটিরাঙা পৌরসভার ৩নং ওয়ার্ডের হাতিয়াপাড়ায় সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের আয়োজনে ‘করোনাকে ভয় নয়, সতর্কতায় করবো জয়’ স্লোগানে মাটিরাঙা জোনের ব্যবস্থাপনায় মাটিরাঙা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দুঃস্থ জনগোষ্ঠীদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ করেন মাটিরাঙা জোনের উপ-অধিনায়ক মেজর এ এসএম মঞ্জুরুল কবীর পিএসসি।

এসময় মাটিরাঙা পৌরসভার প্যানেল মেয়র মো. আলাউদ্দিন লিটন প্রমুখ উপস্থিত ছিলেন।

পাহাড়ের জনগনের জানমাল রক্ষা ও যেকোন দুর্যোগ মোকাবেলায় বাংলাদেশ সেনাবাহিনী নিরলসভাবে কাজ করে যাচ্ছে মন্তব্য করে মাটিরাঙা জোনের উপ-অধিনায়ক মেজর এ এসএম মঞ্জুরুল কবীর পিএসসি বলেছেন, তারই ধারাবাহিকতা বজায় রাখতে করোনা পরিস্থিতিতে আর্ত-মানবতার সেবায় বেসামরিক প্রশাসনের পাশাপাশি সেনাবাহিনী সার্বক্ষণিক জনগনের পাশে ছিল এবং আগামীতেও পাশে থাকবে।

শান্তি, সম্প্রীতি এবং উন্নয়ন এই মূলমন্ত্রকে সামনে রেখে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত দক্ষতার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছে বলেও মন্তব্য করেন তিনি।

ত্রাণ সহায়তা বিতরণকালে তিনি ত্রাণ সহায়তা নিতে আসা লোকদের মাঝে মাস্ক বিতরণ করেন।

Exit mobile version