parbattanews

মাটিরাঙায় দু:স্থ পরিবারের পাশে দাঁড়ালো পলাশপুর বিজিবি

মাটিরাঙার আমতলী ইউনিয়নের করল্যাছড়ির বাসিন্দা স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়ের আয়োজনে পরিবারটির পাশে দাঁড়িয়েছে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি।

জানা গেছে, করল্যাছড়ির বাসিন্দা দু:স্থ অসহায় স্বপন চন্দ্র শীলের বিবাহযোগ্য মেয়ের বিয়েরর দিনক্ষন চূড়ান্ত হলেও আর্থিক সঙ্কটে পড়ে পরিবারটি। এমন খবরে ওই দু:স্থ ও অসহায় পরিবারটির পাশে দাঁড়ায় বিজিবি।

বুধবার (২ জুন) সকালের দিকে ৪০, বিজিবির পলাশপুর জোন সদরে স্বপন চন্দ্র শীলের হাতে বিবাহের অনুষ্ঠান আয়োজনে নগদ আর্থিক সহায়তা তুলে দেন পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহউদ্দিন নয়ন, পিএসসি। এসময় পলাশপুর জোনের উপ-অধিনায়ক প্রমুখ উপস্থিত ছিলেন।

নগদ আর্থিক সহায়তা প্রদান শেষে পলাশপুর জোন অধিনায়ক লে. কর্নেল সৈয়দ সালাহ উদ্দিন নয়ন, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষার পাসাপাশি বিজিবি সবসময়ই দু:স্থ ও অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। তারই ধারাবাহিকতায় মেয়ের বিয়ের অনুষ্ঠান আয়োজনে স্বপন চন্দ্র শীলের পরিবারের পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ তৎপরতা অব্যাহত থাকবে।

Exit mobile version