parbattanews

মাটিরাঙায় মশক নিধনে নামলেন পৌর মেয়র 

ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের পাশাপাশি মাটিরাঙ্গায় মশক নিধন কার্যক্রম শুরু করেছে মাটিরাঙা পৌরসভা। কর্মসূচীর অংশ হিসেবে ক্যামিক্যাল স্প্রে এবং ব্লিচিং পাউডার ছিটানোসহ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক।

এর আগে শুক্রবার (২৬ জুন) সকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কমপ্লেক্সে সপ্তাহব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক।

এ সময় মাটিরাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার প্যানের মেয়র মো. আলাউদ্দিন লিটন, পৌর কাউন্সিলর মো. এমরান হোসেন, মোহাম্মদ আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

কর্মসূচীর উদ্বোধনকালে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক বলেন, এডিস মশার কামড়ে আক্রান্ত হয়ে সারাদেশের ন্যায় মাটিরাঙ্গায়ও ডেঙ্গু রোগী পাওয়া গেছে। ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অনেকে অকালে মৃত্যুবরণ করছে। বাঁচতে হলে এডিস মশা নিয়মিত নিধন করতেই হবে।

ঘর ও আশপাশের যে কোন পাত্রে বা জায়গায় জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করলে এডিস মশার লার্ভা মরে যায় উল্লেখ করে তিনি বলেন, ডেঙ্গু একটি ভাইরাসজনিত জ্বর। যা এডিস মশার মাধ্যমে ছড়ায়। সাধারণ চিকিৎসাতেই ডেঙ্গু সেরে যায়। এডিস মশার বংশ বৃদ্ধি রোধের মাধ্যমে ডেঙ্গু রোগ প্রতিরোধ করা যায়। এ বিষয়ে প্রত্যেককে সচেতন থাকারও আহ্বান জানান তিনি।

মাটিরাঙ্গা পৌরসভার প্যানের মেয়র মো. আলাউদ্দিন লিটন জানিয়েছেন, সারাদেশে ডেঙ্গু রোগীর সংখ্যা ক্রমবর্ধমান হারে বাড়তে থাকায় ডেঙ্গু প্রতিরোধে গণসচেতনতা বাড়াতে মাসব্যাপী এ অভিযানের উদ্যোগ নেয়া হয়েছে।

এ কর্মসূচির অংশ হিসেবে পৌর শহর ছাড়াও পৌরসভার নয়টি ওয়ার্ডে মশক নিধন কর্মসূচি বাস্তবায়নের জন্য মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামসুল হক নির্দেশনা দিয়েছেন বলেও জানান তিনি।

Exit mobile version