parbattanews

মাটিরাঙায় মাছের পোনা অবমুক্ত করণ

জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ‘মাছ উৎপাদন বৃদ্ধি করি, সুখী সমৃদ্ধ দেশ গড়ি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙায় মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে।

রোববার (২৬ জুুুলাই) দুপুরের দিকে মাটিরাঙা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করেন মাটিরাঙা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম ও মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ।

এ সময় মাটিরাঙা উপজেলা মৎস্য অফিসার মো. আরিফুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আশরাফ উদ্দিন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন পদস্থ কর্মকর্তা ও মৎস্য চাষীগণ উপস্থিত ছিলেন।

স্বাধীনতা উত্তর বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই মৎস্যখাতের ক্রমবিকাশের সূচনা হয়েছিল উল্লেখ করে মাটিরাঙা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ বলেন, জাতির পিতার দূরদর্শী পরিকল্পনায় এবং পরবর্তীতে তাঁরই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রীর নানাবিধ বাস্তবভিত্তিক পদক্ষেপে মৎস্যখাতের ব্যাপক উন্নতি ঘটেছে। মাছের উৎপাদন বেড়েছে।

Exit mobile version