parbattanews

মাটিরাঙায় স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

নানা আয়োজনের মধ্য দিয়ে খাগড়াছড়ির মাটিরাঙায় বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বুধবার সকালের দিকে মাটিরাঙা সদরের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।

পরে, বিকাল সাড়ে ৩টার দিকে মাটিরাঙা সদরের দলীয় কার্যালয়ে মাটিরাঙা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. বাবুল আহম্মেদ’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা আ’লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান।

মাটিরাঙা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, মাটিরাঙা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম, মাটিরাঙা পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, মাটিরাঙা পৌর আ’লীগের সভাপতি হারুনুর রশীদ ফরাজী ও খাগড়াছড়ি জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক মো. মফিজুল ইসলাম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মাটিরাঙা উপজেলা আ’লীগের সভাপতি এম হুমায়ুন মোরশেদ খান বলেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বাধীন বাংলাদেশের স্থপতি, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে নির্মমভাবে হত্যা করেছিল সেনাবাহিনীর কিছু উচ্ছৃঙ্খল ও বিপথগামী সদস্য। পালিয়ে থাকা বঙ্গবন্ধুর খুনীদের রাষ্ট্রীয় উদ্যোগে দেশে ফিরিয়ে এনে বিচারের রায় কার্যকর করার আহ্বান জানান তিনি।

আলোচনা সভায় মাটিরাঙা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আলী ও মাটিরাঙা উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মো. এমরান হোসেন ছাড়াও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এর আগে দিবসটি উপলক্ষে দলীয় কার্যালয়ে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে এতিম ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ তুলে দেন আমন্ত্রিত অতিথিগণ।

Exit mobile version