মাটিরাঙ্গায় অস্ত্রসহ দুই ডাকাত গ্রেফতার

fec-image

খাগড়াছড়ি মাটিরাঙ্গায় অভিযানে দেশীয় অস্ত্রসহ দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করেছে মাটিরাঙ্গা থানা পুলিশ।

শনিবার ১৫ তারিখ রাতে তাদের গ্রেফতার করা হয়। রাতে এক ‌বিষয়‌টি নি‌শ্চিত করেছেন খাগড়াছড়ি জেলা পু‌লিশ সুপার মো: আরেফিন জুয়েল।

গ্রেফতারকৃতরা হলেন, মাটিরাঙ্গা পৌরসভার
০১নং ওয়ার্ডের সফিকুল ইসলামের ছেলে নাঈম আল সুলতান প্রকাশ নাঈম(৩১) । তার বিরুদ্ধে নোয়াখালী জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ২ টি ও ২ টি ডাকাতির প্রস্তুতি মামলা আছে।

কল্যানপুর গ্রামের লক্ষীপুর জেলার তছির আহম্মদের ছেলে মো: ইউসুফ প্রকাশ কালা (৩৫)। তার বিরুদ্ধে নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলার বিভিন্ন থানায় অস্ত্র আইনে ৩ টি, ডাকাতির ২ টি, ডাকাতির প্রস্তুতি ১ টি, চুরির ১ টি এবং ১ টি মাদক মামলা সহ মোট ৮ টি মামলার আছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৪ মার্চ রাতে কয়েকজন দুষ্কৃতিকারী মাটিরাঙ্গা পৌরসভার ২ ওয়ার্ডের মঞ্জুর ইসলামের ঘরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে নগদ টাকাসহ বিভিন্ন মালামাল লুট করে। উক্ত ঘটনায় মাটিরাঙ্গা থানার একটি মামলা দায়ের করা হয়।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপারের এর সার্বিক তত্ত্ববধানে ও দিকনির্দেশনায় মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে একটি চৌকস টিম গতরাতে মাটিরাঙ্গা পৌরসভার ১০ নং মুসলিম পাড়ায় নাঈম এর বসত বাড়িতে অভিযান চালিয়ে দুই জনকে গ্রেপ্তার করে। এ সময়, ডাকাতির কাজে ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র এবং লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অস্ত্র, মাটিরাঙ্গায়
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন