মাটিরাঙ্গায় কানাডার হাইকমিশনের প্রতিনিধিদল


খাগড়াছড়ির মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন কানাডার হাইকমিশনের প্রতিনিধি দল।
আজ সোমবার, ৩ মার্চ সকালের দিকে বিদ্যালয়ের সেভ জোন, ওয়াশব্লক, শ্রেণিকক্ষ ছাড়াও মাদার গ্রুপের মেম্বার, শিক্ষক, ছাত্রী, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যের সাথে আলোচনা সভা করেন তারা।
বাংলাদেশ কানাডার হাইকমিশনের অজিত সিং, হাইকমিশনের সহযোগিতা প্রধান স্টিফেন উইভার, ফার্স্ট সেক্রেটারি জোসেফ ম্যাকইন্টশ, সিনিয়র ডেভেলপমেন্ট অ্যাডভাইজর রিফুল জান্নাত ও ইউএনডিপির অ্যাডভাইজর অনি হাগুড এ সময় উপস্থিত ছিলেন।
পরিদশর্নকালে বিদ্যালয়কে একটি প্রজেক্টর প্রদান করা হয়। একই সাথে কানাডার হাইকমিশনের সদস্যরা বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে তাদের বিভিন্ন সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রতিনিধিদলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এই সফরকে বিদ্যালয়ের উন্নয়নে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন।
অনুষ্ঠানে মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, ইউএনডিপি’র আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, ইউএনডিপির প্রকল্প ব্যবস্থাপক যুগেশ প্রধানাং, ট্যাকনিক্যাল স্পেশালিস্ট এএইচএম মহিউদ্দিন, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেমসহ বিদ্যালয়ের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
তাং ৩ মার্চ ২০২৫ খ্রি
০১৬১৬৭৭৪৭২৮