মাটিরাঙ্গায় গোল্ডকাপ ফুটবল টুর্না‌মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

fec-image

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর উপজেলা পর্যায়ের (বালক ও বালিকা) ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) বেলা ১১টায় মাটিরাঙ্গা সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে বালিকা দলের ফাইনালে ভবানিচরণ রওয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ১-০ গোলে জালিয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। জয়সূচক গোলটি করেন সুতিরানি ত্রিপুরা।

অন্যদিকে, বালক দলের ফাইনালে আমতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অধিনায়ক আবিরের গোলে রেংখুংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ১-০ গোলে পরাজিত করে শিরোপা জয় করে।

উপজেলা প্রশাসন ও প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে অনুষ্ঠিত লীগের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আলম।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশরাফুল আলম সিরাজীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী শিক্ষা কর্মকর্তা অংহ্লাপ্রু মারমা, উপজেলা রিসোর্স সেন্টারের ইনস্ট্রাক্টর আজগর আলী এবং যুবদল আহ্বায়ক জয়নাল আবেদিন সরকার।

প্রধান অতিথি মনজুর আলম বলেন, “খেলাধুলা শিশুদের মানসিক ও মেধার বিকাশ ঘটায় এবং তাদের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখে। তাই পড়ালেখার পাশাপাশি শিশুদের খেলাধুলার প্রতি মনোযোগী করে তুলতে হবে।”

এসময় মাটিরাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেক, ভবানিচরণ রওয়াজাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. এরশাদ আলী, বালিকা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মালেকসহ বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন