মাটিরাঙ্গায় জাতীয় সমবায় দিবস পালিত

fec-image

“সমবায়ে গড়বো দেশ, বৈষম্যহীন বাংলাদেশ” প্রতিপাদ্যে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উদযাপন করা হয়েছে।

শনিবার (২ নভেম্বর) সকালে উপজেলা চত্বর থেকে একটি র‍্যালির মাধ্যমে দিবসটির সূচনা হয়। পরে উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।

সভায় সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা সমবায় কর্মকর্তা আমান উল্লাহ খান। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাটিরাঙ্গা পৌর বিএনপি ও কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শাহাজালাল কাজল, মুসলিমপাড়া বৃত্তহীন মহিলা সমবায় সমিতির সভাপতি শাহেনা আক্তার, সম্প্রীতি সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতির সভাপতি আনিসুল হক পাটোয়ারী, স্বদেশ মাল্টিপারপাস সোসাইটির সম্পাদক মো. মোজাম্মেল হোসাইন এবং ফ্রেন্ডস -২০০০ কর্মজীবি সমবায় সমিতির সম্পাদক মো. ফোরকান উদ্দিন সোহাগ।

প্রধান অতিথির বক্তব্যে মনজুর আলম বলেন, “পাহাড় অপার সম্ভাবনাময় একটি অঞ্চল। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এখানকার গ্রামীণ অর্থনীতিকে সমৃদ্ধিশালী করা সম্ভব। এ ক্ষেত্রে সমবায় অধিদপ্তর সর্বাত্মক সহায়তা প্রদান করবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল, সহ-সভাপতি মো. এনামুল হক, সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল হাশেমসহ বিভিন্ন উদ্যোক্তা ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

আলোচনা শেষে নিজেদের উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন খাতে ঋণ বিতরণ করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন