মাটিরাঙ্গায় বর্ষবরণের বর্ণাঢ্য র্যালি


খাগড়াছড়ির মাটিরাঙ্গায় বাংলা নববর্ষ বরণে বাঙালির চিরায়ত সংস্কৃতির ধারাবাহিকতায় বর্ণিল আয়োজনে বর্ষবরণ ১৪৩২ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন।
সোমবার (১৪ এপ্রিল) সকালে মাটিরাঙ্গা উপজেলা বিএনপির কার্যালয় থেকে বিএনপির হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রায় সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ যুক্ত ছিলেন। শোভাযাত্রাটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাটিরাঙ্গা উপজেলা স্বাধীনতা সোপান প্রাঙ্গণে এসে সংক্ষিপ্ত সভা অনুষ্ঠিত হয়। এতে যুবদলের আহবায়ক মো. জয়নাল আবদিন সরকারের সঞ্চালনায় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.বদিউল আলম, পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল প্রমুখ বক্তব্য দেন।
শোভাযাত্রাটি মাটিরাঙ্গা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। এ সময়, সুখপ্রভা ত্রিপুরা ও কৌশিক ত্রিপুরার যৌথভাবে অংশগ্রহণে মারমা নৃত্য অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন দপ্তরের পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।