মা‌টিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত

fec-image

খাগড়াছ‌ড়ির মা‌টিরাঙ্গায় বাঁশরী ওয়াদুদ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনু‌ষ্ঠিত হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্দ্বীতাপূর্ণ ফাইনাল খেলায় মাটিরাঙ্গা পৌরসভার ৯নং ওয়ার্ড একাদশ এবং ৫নং ওয়ার্ড একাদশ অংশগ্রহণ ক‌রে।

এ‌তে নির্ধারিত সময়ে ১-১ গোলে সমতা থাকায় খেলা ট্রাইব্রেকারে গড়ায়। ট্রাইব্রেকারে ৯নং ওয়ার্ড একাদশ ৫নং ওয়ার্ড একাদশকে ৮-৭ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কার লাভ করে ৯নং ওয়ার্ড একাদশের খেলোয়াড় আব্দুল কাইয়ুম। সেরা গোলকিপার নির্বাচিত হয় ৯নং ওয়ার্ড একাদশের গোলকিপার সুমন, সেরা গোলদাতা ৯নং ওয়ার্ড একাদশের আসাদ ভুইয়া এবং সেরা খেলোয়াড় নির্বাচিত হয় ৫নং ওয়ার্ড একাদশের সিংসে মারমা।

মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আ‌য়োজ‌নে অনু‌ষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের সমাপনী অনুষ্ঠা‌নে প্রধান অতিথি হি‌সে‌বে উপ‌স্থিত থে‌কে পুরস্কার বিতরণ ক‌রেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূইয়া।

খেলাধুলার মাধ্যমে ঝিমিয়ে পড়া যুব সমাজকে উজ্জীবিত করার আহ্বান জা‌নি‌য়ে প্রধান অ‌তি‌থির বক্ত‌ব্যে ওয়াদুদ ভূইয়া ব‌লেন, সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি কিশোর, তরুণ ও যুবকদের মাঠে ফেরাতে হবে। সন্ত্রাস ও মাদকমুক্ত সমাজ গঠনে বাঁশরী ওয়াদুদ ফুটবল টুর্নামেন্ট ভূমিকা রাখবে আশাবাদ ব‌্যক্ত ক‌রেন তি‌নি।

মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজলের সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, জেলা বিএনপির সহ-সভাপতি আবু ইউসুফ চৌধুরী, চেয়ারম্যান নাছির আহাম্মদ চৌধুরী, জেলা বাহাদুর খান, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল মালেক মিন্টু, সাংগঠনিক সম্পাদক মো. আবু তালেব, জেলা বিএনপির সহ-ছাত্র বিষয়ক ও জেলা ছাত্রদলের সভাপতি মো. শাহেদুল হোসেন সুমন।

এসময় জেলা ম‌হিলা দ‌লের সভাপ‌তি কু‌হেলী দেওয়ান, সাধারণ সস্পাদক শা‌হেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, সিনিয়র সহ-সভাপতি নারায়ন ত্রিপুরা, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. জিয়াউর রহমান, মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সাদ্দাম ও উপ‌জেলা যুবদ‌লের বাহ্বায়ক জয়লাল আ‌দিন সরকার ও মাটিরাঙ্গা ফুটবল এসোসিয়েশনের আহ্বায়ক মো. গিয়াস উদ্দিন এবং ক্রিড়ামু‌দি হাজারো দর্শক উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, টুর্নামেন্টে ১২টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গেল ৮ ডিসেম্বর টুর্নামেন্টের শুরু হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল মো. কামরুল হাসান, পিএসসি টুর্নামেন্টের উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন