মাটিরাঙ্গায় বিএনপির বিক্ষোভ মিছিল
গণ আন্দোলনের মুখে ক্ষমতাচ্যুত সাবেক প্রধামন্ত্রী শেখ হাসিনার ফাঁসি ও আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেওয়ায় অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌর বিএনপি।
মঙ্গলবার (১৩ আগস্ট) বিকালে বিএনপির দলীয় কার্যালয় সামনে থেকে মিছিল শুরু হয়ে পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় কর্যালয় সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এতে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতা হত্যার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত করে ‘গণহত্যার হুকুমদাতা’ হিসাবে শেখ হাসিনার ফাঁসির দাবি করেন। একই সাথে আওয়ামী লীগকে দল গোছানোর পরামর্শ দেয়ায় স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের বক্তব্যে প্রতিবাদ জানিয়ে তার পদত্যাগ দাবি করেন নেতারা।
এসময় মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বদিউল আলম বদি, সহ-সভাপতি তাজুল ইসলাম, পৌর বিএনপি’র সহসভাপতি নারায়ন ত্রিপুরা, সাধারণ সম্পাদক ইব্রাহিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন সহ উপজেলা, পৌর বিএনপি এবং সকল সহযোগী গঠনের নেতকর্মী উপস্থিত ছিলেন।