মাটিরাঙ্গায় বিজয় দিবস শর্টপিচ ‘নাইট’ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন
“খেলায় শক্তি, খেলায় বল, মাদক ছেড়ে মাঠে চল” এই স্লোগানকে ধারণ করে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় শুরু হয়েছে বিজয় দিবস শর্টপিচ (নাইট) ক্রিকেট টুর্নামেন্ট।
রোববার (৮ ডিসেম্বর) রাত ৮টায় মাটিরাঙ্গা পৌরসভাসংলগ্ন টাউন হল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম।
মাটিরাঙ্গা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো. জসিম উদ্দিন জয়নাল।
উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শরীফ, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, অ্যাডভোকেট আবছার হোসেন রনি, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক জয়নাল আবেদীন সরকারসহ বিভিন্ন ক্রীড়া ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
গ্রুপ পর্বে ৪টি গ্রুপে বিভক্ত হয়ে ২০টি দল অংশগ্রহণ করবে। প্রত্যেক দলে ৭ জন খেলোয়াড় এবং খেলা হবে ৮ ওভার করে। উদ্বোধনী ম্যাচে রংধনু স্পোর্টিং ক্লাবকে ২ রানে হারিয়ে জয়লাভ করে নতুন পাড়া একাদশ।
উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এই আয়োজনকে সাধুবাদ জানিয়ে বলেন, “খেলাধুলা যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রাখে। এটি শারীরিক ও মানসিক সুস্থতার জন্য অপরিহার্য। মাটিরাঙ্গা প্রেস ক্লাবের এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়, যা অব্যাহত রাখা উচিত।”
এ আয়োজন মাদকমুক্ত, সুস্থ ও সচেতন যুবসমাজ গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।